ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯

ওয়ার্নারের সেঞ্চুরি

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, জুন ২০, ২০১৯
ওয়ার্নারের সেঞ্চুরি ছবি: সংগৃহীত

চলতি বিশ্বকাপে নিজের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিলেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। বাংলাদেশের বিপক্ষে ১১২ বলে নিজের ১৬তম ওয়ানডে সেঞ্চুরি তুলে নেন বাঁহাতি ব্যাটসম্যান। এর আগে পাকিস্তানের বিপক্ষে করেন চলতি আসরের প্রথম সেঞ্চুরি। 

এর আগে, বিনা উইকেটেই দলীয় শতক পার করে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। এমন অবস্থায় অনিয়মিত বোলার সৌম্য সরকারের হাত ধরে আসে বাংলাদেশের প্রথম ব্রেক থ্রু।

নিজের করা প্রথম ওভারেই সৌম্য ফেরান অজি ওপেনার অ্যারন ফিঞ্চকে। ব্যক্তিগত ৫৩ রানে রুবেল হোসেনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ফিঞ্চ।

বিশ্বকাপের ২৬তম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে ফিল্ডিং পেয়েছে বাংলাদেশ। সেমিফাইনালের পথ সহজ করতে হলে এই ম্যাচে জয় ছাড়া কিছুই ভাবার নেই মাশরাফির দলের। এ রিপোর্ট লেখা পর্যন্ত এক উইকেটে ৩৪ ওভার অস্ট্রেলিয়ার সংগ্রহ ১৯৮। ব্যাটিংয়ে ১০৩ রানে অপরাজিত আছেন ডেভিড ওয়ার্নার ও উসমান খাজা আছেন ৩৫ রানে।

বৃহস্পতিবার (জুন ২০) ট্রেন্ট ব্রিজে বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টায় ম্যাচটি মাঠে গড়ায়।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ জয় পেলেও নিজেদের পরবর্তী ম্যাচে উইনিং কম্বিনেশন ভাঙতে হলো বাংলাদেশকে। কেননা ইনজুরির কারণে দলের দুই অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ও মোসাদ্দেক হোসেন সৈতক ছিটকে গেছেন। তাদের পরিবর্তে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফিরেছেন পেসার রুবেল হোসেন ও হার্ডহিটার ব্যাটসম্যান সাব্বির রহমান।
এদিকে অজিদের দলে এসেছে তিনটি পরিবর্তন। শন মার্শ, কেন রিচার্ডসন, জেসন বেহরনডর্ফ এর পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন মার্কাস স্টোইনিস, নাথান কোল্টার-নাইল ও অ্যাডাম জাম্পা।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, জুন ২০, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর সর্বশেষ